আরহার প্রথম রেল ভ্রমণ
আমার জন্ম গ্রামে। গাছে চড়ে, পুকুরে সাঁতার কেটে, বনে বাঁদাড়ে ঘুরে আমার শৈশবকাল কেটেছে। শহর দেখতে কেমন তা আমার জানা নেই। বাবা শহরে চাকরি করেন বলে মাঝেমধ্যেই তার কাছে শহরের গল্প শোনা হয়। জানতে পারি শহরের বিশালতা, দালাকোঠার প্রতিযোগিতা, দিন-রাত গাড়ি-বাসের আনাগোনা ।...চাই সুস্থ পরিবেশ – যুননুরাইন আরহা
গাছ কেটে বন সাফ হচ্ছে
মাছ মরছে জলে,
পরিবেশের এ হাল হলে
জীবন কি আর চলে?